মুজা পরে ঘুমালে যে ক্ষতি হয় - Etikathon

Etikathon

দেশ ও সমাজ : আমার চিন্তার বহি:প্রকাশ

Etikathon

test banner

Post Title

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

মুজা পরে ঘুমালে যে ক্ষতি হয়

বাংলাদেশ তথা বিশ্বে যে সকল দেশে শীত বা শীত প্রধান দেশ। সে দেশে ঠান্ড লাগবে এটাই স্বাভাবিক। ঠান্ডা থেকে বাঁচার উপায় হল গরম কাপড়-ছোপড় পরা। সাধারণত মানুষের পায়ে ঠান্ডা বেশি লাগে। মানুষ হাত-পায়ে মুজা পরে থাকে। পা ঢাকা থাকলে শীত কম লাগে এবং পুরা শরীর গরম থাকে। অনেকে রাতে মুজা পরে ঘুমানোর অভ্যাস আছে। রাতে পা ঠান্ডা হয়ে যাওয়ার ভয়ে মুজা পরে ঘুমান। মুজা পরে ঘুমানো ভাল নাকি খারাপ তা আমাদের অনেকের জানা নাই। তাই মুজা পরে ঘুমালে কি ক্ষতি হতে পারে-

ক. শরীরে রক্ত চলাচলে বিগ্ন সৃষ্টি 

মুজা পরলে রাতে পায়ের সাথে লেগে থাকে। এই সময় টাইট মুজা পরার কারণে পায়ে রক্ত সঞ্চালন বাধা সৃষ্টি হয়। তা শরীরের জন্য খুব বিপজ্জনক হতে পারে। সাধারণত লুজ বা ঢিলেঢালা মুজা পরে ঘুমালে রক্ত সঞ্চালন বাধা সৃষ্টি হয় না। 

খ. ছত্রাক/সংক্রমাক

মুজা পরে রাতে ঘুমালে মুজা অবশ্যই পরিষ্কার রাখতে হবে, তা নাহলে সংক্রমণের ঝুঁকি থাকে। মুজা থেকে দুর্গন্ধ বের হতে পারে ফলে এই মুজা থেকে ইনফেকশন ঝুঁকি থাকে। তাছাড়া লাইলন বা অন্য উপকরণ দিয়ে তৈরিকৃত মুজা ত্বকের সাথে মানায় না।,ফলে ঔ সকল মুজা সংক্রমণ ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই মুজা এমন হওয়া চাই যা ত্বকের সঙ্গে মাননসই হয়।

গ. ঘুমের সমস্যা সৃষ্টি হওয়া

মুজা পারার অভ্যাস না থাকলে বা মুজা পায়ের সাথে লেগে থাকলে অথবা ইলাস্টিকের হলে তা ঘুমের ব্যাঘাত সৃস্টি করে। এর ফলে রাতে আপনার ঘুম নাও হতে পারে। আর নির্মল ঘুম না হলে শরীরের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনে।

ঘ. শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া

মুজা পরে ঘুমানোর কারনে পায়ে তাপমাত্রা বৃদ্ধি পায় ফলে পুরো শরীর অতিরিক্ত গরম পারে।

ঙ. পা ঘেমে যাওয়া

রাতে মুজা পরে কম্বল বা লেপ জড়িয়ে ঘুমালে শরীরে তাপ বেড়ে যায়। ফলে পা ঘামতে  থাকে। তাতে পায়ের আঙুলে ফাঙ্গাস বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here